প্রথম জাতীয় শিল্পমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর
৩১ মার্চ ২০১৯ ১১:২০ | আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১২:০৮
ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় শিল্পমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সচিব আবদুল হামিদ, এফবিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘আমরা রূপকল্প ২০২১ অর্জনের দ্বারপ্রান্তে চলে এসেছি। কৃষিনির্ভর অর্থনীতি এখন শিল্পনির্ভর অর্থনীতিতে চলে এসেছে। বাংলাদেশ এখন শুধু তৈরি পোশাক রফতানির দেশ নয়। রফতানি তালিকায় নতুন নতুন শিল্পপণ্য যোগ হচ্ছে। চামড়াশিল্পকে দ্বিতীয় রফতানিপণ্য তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ওষুধ বিশ্বের ১৫১টি দেশে রফতানি হচ্ছে। জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙা শিল্পের অমিত শিল্পসম্ভাবনা কাজে লাগানোর জন্য পটুয়াখালীতে কারখানা গড়ে তোলা হচ্ছে।’
প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘বাংলাদেশ এখন গোটা বিশ্বের জন্য রোল মডেল। আপনার নির্দেশনায় শিল্পমন্ত্রণালয় দেশীয় খাতে শিল্পের বিকাশ ও বিনিয়োগ ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন এসেছে। আমাদের রফতানি আয় বেড়েই যাচ্ছে। কৃষি ও শিল্পের উন্নয়ন ছিল জাতির পিতার লালিত স্বপ্ন। সেই স্বপ্নের ধারাবাহিকতায় আমরা সার্বিক সাফল্য অর্জন করেছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সার উৎপাদন হচ্ছে। সারের জন্য এখন কৃষককে মার খেতে হয় না। আমার সময়মতো কৃষকদের হাতে সার পৌঁছে দিচ্ছি। খুব শিগগিরিই দেশের বড় সার কারখানা নির্মাণ হবে। আপনার নির্দেশনায় চামড়া শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারিখাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে নিয়ে যেতে চাইছেন। তিনি ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সামনে যে ডেল্টা প্লান দিয়েছেন সেটি অর্জন করতে হলে আগামীতে আমাদের তার থেকে বেশি কাজ করতে হবে। এখন আমরা র্যাংকিংয়ে ১৭০ এ আছি। আশা করি জুলাই মাসে বিশ্বব্যাংক যখন নতুন প্রতিবেদন দেবে তখন আশা করি আমাদের র্যাংকিং ১২০-১৫ তে চলে আসবে।’
সালমান এফ রহমান বলেন, ‘আগামী ১০-১২ দিনের মধ্যে আমরা উদ্যোগ নিয়েছি। অনলাইনে কোনো কোম্পানি গঠনের প্রক্রিয়া আমরা দুই ঘণ্টার মধ্যে করতে পারব। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। আমরা এখন অনেক কাজ অনলাইনে করতে পারব। চামড়া শিল্পে আমাদের বিরাট সুযোগ আছে। সাভারে বিরাট ভালো একটা শিল্পনগরী গড়ে উঠেছে। আগামী জুন মাসের মধ্যে এই চামড়া শিল্পের যে সমস্যা রয়েছে সেগুলোর সমাধান হয়ে যাবে।’
সুদের হার কমানোর বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ডাবল ডিজিটে সুদ দিয়ে ব্যবসা করা যায় না। তাই সুদহার আমরা সিঙ্গেল ডিজিটে আনব। এটাই আমাদের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশ।’
রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী জাতীয় শিল্পমেলা রোববার শুরু হচ্ছে।
শিল্পখাতে দেশী-বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দেশীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রচার, বিক্রয় ও প্রসারের লক্ষে দেশে প্রথমবারের মত এই মেলার আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়।
দেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলাসহ বিভিন্ন মেলা হয়ে থাকে। কিন্তু এবারই প্রথম জাতীয় শিল্প মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় পণ্য বিক্রির ব্যবস্থা থাকলেও এ মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশে বিনিয়োগ বাড়ানো।
মেলায় সারাদেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির, হস্ত ও কারু এবং হাইটেকসহ মোট ৩০০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির, হস্ত ও কারু এবং হাইটেক শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শিত ও বিক্রয় হবে।
আগামী ৬ এপ্রিল পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় কোনো প্রবেশ মূল্য থাকছে না।
সারাবাংলা/একে