রাজধানীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের কম্বল বিতরণ
১৪ জানুয়ারি ২০১৯ ২০:১৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ২১:১৩
।। সারাবাংলা ডেস্ক ।।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থ ও অসহায় মানুষকের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি রাজধানীতে রাতব্যাপী প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম মুশাররফ হুসাইন ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন।
এছাড়া, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, উপ ব্যাবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দিন আহম্মদ, ব্যাংকের বিভিন্ন শাখা প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর