Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে চলছে ভর্তি পরীক্ষা, প্রতিযোগীর সংখ্যা কম

জাবি করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৩ ১৩:৫৯

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (১৮ জুন) সকাল ৯টায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। বিকেল ৫টা ৪০ মিনিটে ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষার মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞাপন

এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন আবেদন করেছেন। সে অনুযায়ী প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আবেদনকারীদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫০৭ জন পুরুষ এবং ১ লাখ ১৫ হাজার ৩৫০ জন নারী শিক্ষার্থী।

ব্যাবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বলেন, ‘আমাদের উপস্থিতির হার সন্তুষজনক কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক সময়ে হলে আমরা আরও বেশি প্রতিযোগী পেতাম। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাবা দরকার।’

ভর্তি পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। শুধু ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও শিফট পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ বছর প্রথমবারের মতো ছেলে-মেয়েদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার শৃঙ্খলা কমিটির সদস্য মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসান বলেন, ‘আমরা সবাই সু-শৃঙ্খলিত, আমাদের শৃঙ্খলা কমিটিতে ৩৯ জন সদস্য রয়েছেন। আমরা আমাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যাপারে সর্বদা তৎপর।’

বিজ্ঞাপন

সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা খুব সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা অন্যান্য বছরের চেয়ে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।’

উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘প্রথম শিফটে আইবিএ-জেইউ এর পরীক্ষা হচ্ছে। প্রতিবছরই এই ইউনিটে উপস্থিতি কম দেখা যায়। আমরা মনে করছি সেকারণে এবারও কম হচ্ছে।’

গত বছরের তুলনায় এ বছর আবেদনকারীর সংখ্যা কম কেন? এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এ বছর আমরা আবেদনের জন্য জিপিএ বাড়িয়েছি। সেজন্য কিছু সংখ্যা কম হতে পারে। তবে জাহাঙ্গীরনগরে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি।’

সারাবাংলা/ইআ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর