Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পছন্দের সিগারেট না পেয়ে দোকানিকে মারধর করল চবি ছাত্রলীগ!


৩১ অক্টোবর ২০১৯ ২১:০৫

চট্টগ্রাম ব্যুরো: পছন্দের সিগারেট না পেয়ে মো. ইব্রাহীম নামের এক দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে।

বুধবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে একটি দোকানে এই মারধরের ঘটনা ঘটেছে। মারধরকারীরা চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা তিনজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অভিযুক্ত করেন। অভিযুক্তরা হলেন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি বিভাগের মাস্টার্সের সাইদ করিম মুগ্ধ, অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের মিশু ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মটি রহমানসহ কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ওই দোকানে গিয়ে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের সিগারেট চান তারা। দোকানদার ইব্রাহিম জানান, তার দোকানে কোনো দামি সিগারেট নেই। তার দোকানে কেন দামি সিগারেট নাই এটা নিয়ে গালাগাল দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ইব্রাহিম প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে মারধর করে ও দোকানে ভাঙচুর চালায়।

আরও জানা যায়, মারধরের পর দোকান বন্ধ করে চিকিৎসা নিয়ে ইব্রাহীম বাসায় চলে যান। পরে আবার কয়েকজন এসে পরিত্যক্ত কাপড়ে কেরোসিন ঢেলে দোকানে আগুন দেয়। তবে পাশের অন্যান্য দোকানদাররা এসে পানি ও বালু দিয়ে আগুন নিভিয়ে দেন।

এই বিষয়ে দোকানদার ইব্রাহীম সাংবাদিকদের বলেন, ‘ঘটনা যেহেতু ঘটেই গেছে। এখন কী আর করব, আমার ছোট ব্যবসা। তাদের বড় ভাইয়েরা বলছে সমাধান করে দিবেন। বিষয়টি ব্যবসায়ী সমিতিতেও জানিয়েছি। আশা করি তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন।

বিজ্ঞাপন

দোকান বিল্ডিংয়ের মালিক নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাকে অনেক মারধর করেছে। দোকানেও ভাঙচুর করা হয়েছে। দোকানদার চিকিৎসা নিচ্ছে তাই আজ দোকান খুলতে পারেনি। মারধর ও ভাঙচুরের বিষয়ে চবি ব্যবসায়ী সমিতি ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে জানানো হয়েছে।

এই বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু সারাবাংলাকে বলেন, শুনছি এই ঘটনা রাতেই সমাধান হয়ে গেছে। যদি সমাধান না হয়ে থাকে, এমন অভিযোগ আসলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোক্টর প্রণব মিত্র চৌধুরী সারাবাংলাকে বলেন, ঘটনাটি মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর