Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল, সম্পাদক জগেশ


২ অক্টোবর ২০১৯ ০১:০৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০১৯-২০ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম সাদেক সভাপতি ও ‘সারাবাংলা ডটনেট’ এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগেশ রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪র্থ তলায় জবি প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ ও গণনা শেষে উপাচার্যের কনফারেন্স কক্ষে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান নতুন কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ সময় উপাচার্য সাংবাদিকদেরকে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক সমালোচনা করার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক তথ্য জানতে পারি যা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

উক্ত কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি তাইফুর রহমান তমাল (রাইজিং বিডি), যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাকিম ফারুকী (বাংলা সময়), সাংগঠনিক সম্পাদক রায়হান তন্ময় (প্রতিদিনের সংবাদ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইমরান খান (জাগো নিউজ), অর্থ সম্পাদক আবদুর রাশেদ রানা (দৈনিক দেশ রুপান্তর), কার্যনির্বাহী সদস্য আসসাইফ সূবর্ন (বাংলা ট্রিবিউন) ও নাফিজ আলম চয়ন (পূর্বপশ্চিমবিডি)।

প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন।

ফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। এছাড়াও ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু, সমিতির বিদায়ী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল ও সংগঠনটির সকল সদস্য ও ভোটার সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

জবি প্রেসক্লাব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর