Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেকসুর খালাস পেল রাবির ৩৪ শিক্ষার্থী


৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৫

রাবি: পাঁচ বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেতন ফি বৃদ্ধি ও ‘বাণিজ্যিক’ সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন ৩৪ শিক্ষার্থী।

আসামিদের দোষ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার (৩ সেপ্টেস্বর) রাজশাহীর অতিরিক্তি মহানগর দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকার তাদের বেকসুর খালাস দেন।

২০১৪ সালের ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘঠিত ‘বর্ধিত বেতন ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্স’ বিরোধী আন্দোলনে অংশ নেয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নসহ অন্যান্য সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। মামলায় সংগঠনগুলো ছাড়াও ছাত্র শিবিরের ছয় জন, ছাত্রলীগের এক জনসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়।

রাবি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর