এইচএসসির ফল প্রকাশ ১৭ জুলাই
৮ জুলাই ২০১৯ ১৪:০৭ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ১৪:১৯
ঢাকা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে ১৭ জুলাই।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রাথমিকভাবে একটি তারিখ ঠিক করা হয়েছে। আগে বলা হয়েছিল, ২০ থেকে ২২ জুলাই এর মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশ করা হবে। এখন ফল প্রকাশের জন্য ১৭ জুলাই ঠিক করা হয়েছে।
তবে বিষয়টি শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে জানানো হবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
সারাবাংলা/টিএস/একে