Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্ত্যক্তের অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ


৬ জুলাই ২০১৯ ১৭:৫৫ | আপডেট: ৬ জুলাই ২০১৯ ১৮:০৪

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

ওই শিক্ষার্থীর নাম আব্দুল ওয়াহেদ। সে আরবি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, ওয়াহেদ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে উত্ত্যক্ত করত। সে নারীদের টার্গেট করে মেসেজ দিত। জবাব না পেলে তাদের গালিগালাজ করে মেসেজ দিত। এছাড়া ঢাকার বাইরের এক মেয়েকে তুলে নিয়ে আসার হুমকিও দিয়ে আসছিল সে।

সূত্র আরও জানিয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী উত্ত্যক্ত করায় ওয়াহেদের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় ওয়াহেদ কিছুদিন জেল খাটে।

ভুক্তভোগী এক ছাত্রী সারাবাংলাকে বলেন, ‘গতকাল আব্দুল ওয়াহেদের এক পোস্টে আমার বান্ধবী কমেন্ট করে। কমেন্টের জবাবে ওয়াহেদ তাকে গালিগালাজ করে। পরে মেসেঞ্জারেও একাধিকবার হুমকি দেয়। লাইভে এসে জীবন নরক বানাবে বলে হুমকি দেয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াহেদ সারাবাংলাকে বলেন, ‘মেয়েরা আমাকে উত্ত্যক্ত করে। ওইসব মেয়েদের বিরুদ্ধে আমি মামলা করব।’

ওয়াহেদের বিষয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী বলেন, ‘তাকে এখন ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রক্টরের সঙ্গে কথা বলে ওই শিক্ষার্থীর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানীকে একাধিকবার ফোন দিয়েও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/একে

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি ঢাবি ছাত্র যৌন হয়রানি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর