Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুয়েট শিক্ষার্থীরা শনিবার ক্লাসে ফিরবে, আশা শিক্ষামন্ত্রীর


২০ জুন ২০১৯ ২০:১২ | আপডেট: ২০ জুন ২০১৯ ২৩:১৮

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা (বুয়েট) আগামী শনিবার থেকে ক্লাসে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এই আশাবাদ প্রকাশ করেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে, কর্তৃপক্ষ দাবি মেনে নিয়ে নোটিস দিলেই তারা ক্লাসে ফিরবেন।

প্রসঙ্গত, বিতর্কিত প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ বাতিল, নিয়মিত শিক্ষক মূল্যায়নের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের সব লেনদেন জিডিটাল করা, গবেষণায় বরদ্দ বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে গত শনিবার থেকে আন্দোলনে নামে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। পাঁচদিনের আন্দোলন শেষে বুধবার (১৯ জুন) তারা দাবি আদায় না হলে শনিবার থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

বুয়েটে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন বৃহস্পতিবার। ১৬ দফা দাবিতে বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শনিবার থেকে বুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে। আমরা কোনো সমস্যা চাই না,  আমরা সমাধান চাই। বুয়েট সব থেকে মেধাবীদের প্রতিষ্ঠান। সুতরাং এখানে কোনো ঝামেলা থাকুক আমরা কখনও আশা করব না।’

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ১৬টি দাবির মধ্যে যেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব সেগুলো শিগগিরই বাস্তবায়ন হবে। আর যেগুলো বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন  করতে পারবে সেগুলো বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে।’

বিজ্ঞাপন

তবে বৈঠক শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র হোসেন সরোয়ার সৈকত বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে আমরা একমত। তবে কর্তৃপক্ষ দাবি মেনে নিয়ে নোটিশ দিলেই আমরা ক্লাসে ফিরব। সে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এর আগে বিকেল সাড়ে চারটায় বুয়েটের ভিসি কার্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুর ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামী উস সানী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ অন্যরা।

সারাবাংলা/টিএস/একে

টপ নিউজ দীপু মনি বুয়েট শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর