ইউজিসির নতুন চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ
২২ মে ২০১৯ ২০:৩৩ | আপডেট: ২২ মে ২০১৯ ২১:০৮
ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এ বিষয়ে বুধবার বিকেলে উপসচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী শহীদুল্লাহ্ এর নিয়োগের অনুমোদন দেন। তিনি আগামী চার বছরের জন্য ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োজিত হবেন।
অধ্যাপক কাজী শহীদুল্লাহ্ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন।
সারাবাংলা/টিএস/একে