Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন


১৮ মে ২০১৯ ০২:৩৬

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এ সময় বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপাচার্য।

শুক্রবার (১৭মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪০৪ নম্বর কক্ষে প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে জবির উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় আছে যেগুলো উপাচার্য পর্যন্ত পৌঁছায় না। কিন্তু সে সব বিষয় আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরে সুষ্ঠু সমাধান করতে পারি।’

উপাচার্য আরও বলেন, ‘প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আমরা সেটি আশা করি।  সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন, কোতয়ালী থানার ওসি (তদন্ত) মওদুদ হাওলাদার, শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি মিফতাহ আল এহসান তুর্যসহ অন্যরা।

সারাবাংলা/একে

উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর