Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ভিসির ছেলে ছাত্রলীগের কমিটিতে


১৩ মে ২০১৯ ১৯:০৭ | আপডেট: ১৩ মে ২০১৯ ২২:৫০

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের একমাত্র ছেলে আশিক খান।

সোমবার (১৩ মে) ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আশিক খান ২৩ জন সহ-সম্পাদকের মধ্যে দুই নম্বর সহ-সম্পাদক মনোনীত হয়েছেন।

এর আগে তিনি ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।

গত বছরের ৩১ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করেন। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দায়িত্ব দেওয়া হয় সভাপতি ও সাধারণ সম্পাদককে।

আংশিক কমিটি গঠনের সাড়ে নয় মাসের মাথায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সারাবাংলা/কেকে/একে

আশিক খান ছাত্রলীগ ছাত্রলীগের কমিটি ঢাবি ভিসি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর