বেরোবিতে ফল প্রকাশে বিলম্ব, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
১২ মে ২০১৯ ২১:০৩ | আপডেট: ১২ মে ২০১৯ ২১:০৫
রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলা বিভাগের ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দ্রুত ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার (১২ মে) শিক্ষার্থীরা বাংলা বিভাগের করিডোরে এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান, সেমিস্টারের নিয়ম অনুযায়ী ফাইনাল পরীক্ষার ৩০ কার্যদিবসের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার ৩মাস হলেও এখন বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ফলাফল পাঠানো হয়নি।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে মানতে হবে, রেজাল্ট নিয়ে বাহানা, চলবে না চলবে না, একাডেমিক ক্যালেন্ডার চালু করতে হবে’ প্রভৃতি স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, সময়মতো ফল প্রকাশ না হওয়ায় তারা চাকরির পরীক্ষায় অংশ নিতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সঙ্গে যারা এই বিশ্ববিদ্যালয়ে অন্য বিভাগে ভর্তি হয়েছেন তাদের মাস্টার্স শেষ হওয়ার পথে। অথচ আমাদের অনার্স পরীক্ষার ফল কবে হবে সেটিই জানি না।’
এ বিষয়ে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি নই।’
সারাবাংলা/একে