Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির বঙ্গবন্ধু হলে গাঁজা সেবন, বহিরাগতসহ আটক ৫


২৯ এপ্রিল ২০১৯ ১৩:২৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের একজন হলের আবাসিক ছাত্র ও চারজন বহিরাগত। রোববার (২৮ এপ্রিল) রাতে আটক করে প্রক্টরিয়াল টিম তাদের আটক করে শাহবাগ থানায় পাঠায়।

আটকেরা হলেন বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র রাসেল আহমেদ। সে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০তম ব্যাচের ছাত্র। বহিরাগতরা হলো খোকন আহমেদ, মো. প্রিন্স, আমির হামজা, সনেট ইফতেখার আলম। এর মধ্যে প্রিন্স ও আমির হামজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর ইফতেখার আলম কবি নজরুল কলেজের শিক্ষার্থী। খোকনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ঢাবির বঙ্গবন্ধু হলের ছাদে রাসেল আহমেদ কয়েকজন বহিরাগতকে নিয়ে গাঁজা সেবন করছিল। এ সময় বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান তাদের আটক করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য ওই পাঁচজনকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় পাঠানো হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘বঙ্গবন্ধু হলের আবাসিক একজন শিক্ষার্থী ও চারজন বহিরাগতকে শাহবাগ থানায় পাঠানো হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. শান্ত বলেন, ‘আমি যতদূর বহিরাগত কয়েকজন শিক্ষার্থীকে হলের ছাদ থেকে আটক করা হয়েছে। বহিরাগতদের সঙ্গে হলের আবাসিক কোনো ছাত্রের সংশ্লিষ্টতা আছে কি না তা সঠিক জানি না।’

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাছে পাঁচজনকে সোপর্দ করা হয়েছে। তাদের অভিভাবককে ডাকা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/একে

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি বঙ্গবন্ধু হল

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর