Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে র‌্যাগিংয়ের অভিযোগে ৭ শিক্ষার্থী বহিষ্কার


৩ মার্চ ২০১৯ ২১:২৮ | আপডেট: ৩ মার্চ ২০১৯ ২২:৩৩

।। জাবি করেসপন্ডেন্ট।।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিকস্ বিভাগের ৪৭ ব্যাচের ৭ শিক্ষার্থীকে র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সিন্ডিকেটের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

বহিষ্কৃতরা হলেন- কিফায়াত সাদমান ইশাদী, রুবাইয়া বিনতে হাশেম, অংকন ভদ্র, মোহাম্মদ সাইফুর রহমান সরকার, নাসজাসী সুলতান, মোহাম্মাদ রাকিব হোসেন ও তানভীর আহমেদ শুভ।

তিনি জানান, প্রশাসন র‌্যাগিং প্রতিরোধে অনেক বিধি-নিষেধ আরোপ করেছে। তারপরও তারা পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিকস্ বিভাগের ৪৮ ব্যাচের নবীন শিক্ষার্থীদেরকে নির্জন স্থানে নিয়ে গেছে। প্রক্টরিয়াল টিম সময়মতো না পৌছালে ওইদিন আরো অনেক কিছুই ঘটতে পারতো। এসব বিবেচনা করে ডিসিপ্লিন বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি অধিকতর তদন্তের জন্য সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতারকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, বহিষ্কৃতরা এখন থেকে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ ও হলে থাকতে পারবেন না।

সারাবাংলা/এমএইচ

জাবি বহিষ্কার শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর