প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের খবর নয়: শিক্ষামন্ত্রী
১ নভেম্বর ২০১৮ ১০:৪২ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা : প্রশ্নপত্র ফাঁসের সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার না করতে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এতে জনমনে আতঙ্ক তৈরি হয়।
বৃহস্পতিবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের কোনো সংবাদ প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নফাঁসের সংবাদ প্রচার করলে জনমনে আতঙ্ক তৈরি হয়।’
এ বছর প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই কারণ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থী দুই লাখের বেশি বেড়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এতে প্রমাণ হয়ে যে ঝরে পড়ার হার কমছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচনের কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই এবছরের এসএসসি পরীক্ষার কার্যক্রম শেষ করা হবে।
আরো পড়ুন : জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু
সারাবাংলা/এমএস/এসএ/এসএমএন