Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি ‘ই’ ইউনিটের ফল প্রকাশ


৩০ অক্টোবর ২০১৮ ১০:২০ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১০:২১

।। রাবি করেসপন্ডেন্ট।।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিকবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ডিন ভবনের নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়, ই ইউনিটভুক্ত গ্রুপ-১ ও গ্রুপ-২ থেকে মেধাক্রমানুসারে যথাক্রমে ১ হাজার ৭৪৫ এবং ১ হাজার ৭৩৫ জনকে সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয়েছে।

আগামী ১৯ নভেম্বর গ্রুপ-১ এবং ২০ নভেম্বর গ্রুপ-২ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। মনোনীত শিক্ষার্থীদের আগামী ৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাবজেক্ট চয়েস ফরম পূরণ করতে হবে।

মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তিসংক্রান্ত পরবর্তী কার্যক্রম যথাক্রমে ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দফতরের প্রশাসক ও প্রধান চিকিৎসকের কার্যালয় থেকে পরিচালিত হবে। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (admission.ru.ac.bd) পাওয়া যাবে।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

রাবি সি-ইউনিটের ফল প্রকাশ

ফলাফল রাবি ভর্তি পরীক্ষা শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর