Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওজন কারচুপিতে পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা


১১ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫০

ঢাকা: জ্বালানি তেল পরিমাপে ওজন কারচুপির অপরাধে এক পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর মেসার্স ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল পরিমাপে ১০লিটারে ১০০ মিলি তেল কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্ব সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমদ ও পরিদর্শক মো. ইনজামামুল হক এ অভিযানে অংশ নেন।

ওজন কারচুপি পেট্রোল পাম্প বিএসটিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর