বাবাকে হত্যা, ছেলে ও মেয়ে গ্রেফতার
২৯ জুলাই ২০১৯ ১০:১১
ঢাকা: রাজধানীর ওয়ারীতে বাবাকে হত্যার দায়ে তার ছেলে ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি ডিসি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
একটি এসএমএস-এ ডিসি অফিস জানায়, ছেলে শামীম হাসান ও মেয়ে মোহসিন আফরোজ প্রীতি মিলে রোববার (২৮ জুলাই) দিবাগত রাতে তাদের বাবা মো. মোহিবুল্লাকে হত্যা করে। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে ওয়ারি ডিসি অফিসে সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় ব্রিফিং করবে ডিএমপি।
সারাবাংলা/এসএইচ/এমএম