Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বিরিয়ানির দোকানের কর্মী খুন


১৪ জুলাই ২০১৯ ০৭:০৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডের একটি বিরিয়ানির দোকানের কর্মচারী খুন হয়েছে। নিহত আবু তাহের (২৮) একই দোকানে কর্মরত আরেক কর্মীর হাতে খুন হয়েছে বলে অভিযোগ।

শনিবার রাত ১১ টার দিকে ঘটনাটি ঘটে। আবু তাহেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ২ টার দিকে তাকে মৃত ঘোষনা করা হয়।

নিহত তাহের ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার আশরাফ আলীর ছেলে। সে শহীদ ফারুক রোডের আহম্মেদ বিরিয়ানির বাবুর্চিখানায় থাকতো।

আহম্মেদ বিরিয়ানির মালিক মোঃ রাজু বলেন, তাদের বিরিয়ানির দোকানে দুই কর্মচারী তাহের ও সোহেল রানা ওরফে মেহেদী থাকতো।

রাজু আরো বলেন, রাতে বাবুর্চিখানায় মেহেদী, তাহেরকে পিছন থেকে ধারাল অস্ত্র দিয়ে ঘাড়ে একটি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই), হরিচাঁদ হাজরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্মচারী সোহেল রানা ওরফে মেহেদী (২০) তাহেরকে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এই হত্যাকান্ডের কারণ এখনও জানা যায়নি বলে জানান তিনি। তিনি বলেন, সোহেলকে খোঁজা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

সারাবাংলা/এসএস/আরএফ

হত্যাকান্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর