Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রং মিশিয়ে বিক্রি, বাসি-পচা মাংস হয়ে যাচ্ছে ‘টাটকা’


২৭ মে ২০১৯ ১৬:৫২ | আপডেট: ২৭ মে ২০১৯ ১৭:০১

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় কৃত্রিম রং মিশিয়ে গরুর পচা-বাসি মাংস বিক্রি করার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৬ মণ মাংস জব্দ করা হয়েছে। সোমবার (২৭ মে) অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘নিউমার্কেট কাঁচাবাজারের মাংসের দোকানগুলোতে আগের অবিক্রিত মাংস ফ্রিজে মজুত রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে রাখায় সেগুলো ফ্যাকাসে রং ধারণ করেছে। ওইসব মাংস বের করে তাতে রং লাগিয়ে টাটকা দেখানোর চেষ্টা করেছে অসাধু ব্যবসায়ীরা। অভিযানকালে দেখা যায়, পানির জারে রাখা হয়েছে রং মেশানো পানি। মাংস বের করে তাতে রং মিশিয়ে রক্তবর্ণে পরিণত করা হচ্ছে।’

বিজ্ঞাপন

বাসি-পচা মাংস কিনে ক্রেতারা প্রতারণার স্বীকার হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম আরও বলেন, ‘এ ছাড়া ভারত থেকে আমদানি করা মহিষ জবাই করার পর গরুর মাংস বলে বিক্রি করা হচ্ছিল। এ জন্য দুটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা, তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযানে ৬ মণ মাংস জব্দ করা হয়েছে।’

সারাবাংলা/ইউজে/একে

আরও পড়ুন

ভেজাল বিরোধী অভিযানে মাংস ব্যবসায়ীকে জরিমানা
‘ভেজাল প্রতিরোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন’
ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অনুরোধ হাইকোর্টের
ফ্রুটিকার আদলে ভেজাল জুসগুলো তৈরি করা হতো
ভেজালমুক্ত খাবারে ক্যান্সার কমে যাবে ৫০ ভাগ

 

ভ্রাম্যমাণ আদালত মাংস বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর