Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইয়ের মৃত্যু, দুই বোন আটক


৮ মে ২০১৯ ১০:২৩

ঢাকা: রাজধানীর মালিবাগে বাসা থেকে সালমান (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের দুই বোনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মে) রাত ৯টার দিকে পশ্চিম মালিবাগের ৫১/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন জানান, মৃত সালমানের শরীরে আঘাতের চিহ্ন আছে। পশ্চিম মালিবাগে নিজেদের বাসায় দুই বোনের সঙ্গে থাকতেন তিনি।

প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসআই জানান, পারিবারিক বিষয় নিয়ে ভাই-বোনদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। প্রথম রোজার ইফতারের সময় বাসার তৃতীয় তলায় ভাইবোনদের মধ্যে ঝগড়া বাঁধে। ঝগড়ার একপর্যায়ে সালমানকে মারধর করা হয়। এতে সালমান অচেতন হয়ে পড়েন। পরে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হল কর্তব্যরত চিকিৎসক সালমানকে ‍মৃত ঘোষণা করে।

এসআই জানান, পুলিশকে না জানিয়ে সালমানকে আজিমপুর গোরস্থানে দাফনের প্রস্তুতি নিচ্ছিল পরিবারের লোকজন। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে সালমানের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্ত শেষে সালমানের মৃত্যুর কারণ জানা যাবে বলে এসআই মোতাহার হোসেন জানান।

সারাবাংলা/এসএসআর/একে

মালিবাগ মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর