Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাবতলীর চাঁদাবাজদের শিগগিরই আইনের আওতায় আনা হবে: ডিএমপি কমিশনার


৬ মে ২০১৯ ১৭:৪৬

ঢাকা: রাজধানীর গাবতলীতে চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘চাঁদাবাজিতে জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।’

সোমবার (৬ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের সঙ্গে রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে, সকালে রাজধানীর মাংস ব্যবসায়ীরা ডিএসসিসি মেয়রের কাছে অভিযোগ করেন গাবতলীর চাঁদাবাজদের কারণে মাংসের দাম বাড়ছে। ব্যবসায়ীদের অভিযোগ আমলে নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘খুব শিগগিরই গাবতলীর চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সিটি করপোরেশনের কেউ যদি জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আসা হবে। যদি সুস্পষ্ট প্রমাণ পাই, তাহলে উইথ ইন শর্ট টাইম আপনারা দেখতে পাবেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘রমজানে আইনশৃঙ্খলার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলপথ, নদীপথসহ সব ধরনের যাতায়াতপথে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) ও উন্নত প্রযুক্তি স্থাপন করা হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘রোজায় পথ-ঘাট, ফুটপাত দখল করে ইফতার সামগ্রী বিক্রয় করা হয়। এবার এই সুযোগ দেওয়া যাবে না। কেউ ফুটপাত দখল করে ইফতার সামগ্রী বিক্রয় করতে পারবে না। ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। পাশাপাশি রমজানে যানজট পরিস্থিতি সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

এ সময় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, ‘রোজার সময় ফুটপাত হকারমুক্ত রাখতে ডিএসসিসির মনিটরিং টিম কাজ করবে। সেই সঙ্গে হকারদের কথাও চিন্তা করে ডিএসসিসি ও ডিএনসিসি এলাকায় ১১টি হলিডে মার্কেট স্থাপন করা হয়েছে। প্রতি শুক্র ও শনিবার এ সব মার্কেট চালু থাকবে। শহরের আর কোথাও ফুটপাত দখল করে হকার বসতে পারবে না। তবে মতিঝিল এলাকায় শুধুমাত্র অফিস ছুটির পর হকাররা বসতে পারবেন। অর্থাৎ বিকেল সাড়ে তিনটার পর মতিঝিল এলাকায় হকাররা বসতে পারবেন।’

সারাবাংলা/এসএইচ/একে

আছাদুজ্জামান মিয়া চাঁদাবাজ ডিএমপি ডিএমপি কমিশনার রমজান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর