Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুলতানা কামালকে জঙ্গিদের হুমকি, থানায় জিডি


৪ মে ২০১৯ ২০:৪৩ | আপডেট: ৪ মে ২০১৯ ২১:০৪

সুলতানা কামাল, ফাইল ছবি

ঢাকা: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিরা। হুমকির পরিপ্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সারাবাংলাকে জানান, সুলতানা কামাল নিজে থানায় গিয়ে জিডিটি করেন।

জঙ্গিদের একটি পত্রিকায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে সুলতানা কামাল জিডিতে উল্লেখ করেন।

ওসি আরও জানান, এটি বাংলাদেশের কোনো পত্রিকা নয়। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। সুলতানা কামালকে হুমকির বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে।

এ ব্যাপারে সুলতানা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারাবাংলাকে বলেন, ‘হুমকি পাওয়ার পর ধানমন্ডি থানায় জিডি করেছি। এ বিষয়ে আর কিছু বলতে চাইছি না।’

সারাবাংলা/ইউজে/একে

জঙ্গি সুলতানা কামাল হত্যার হুমকি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর