Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে যাত্রীর পেটে সাড়ে ৪ হাজার ইয়াবা


১৬ এপ্রিল ২০১৯ ২৩:০৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ২৩:৪৭

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ওই যাত্রী কক্সবাজার থেকে তার পেটের ভেতর ইয়াবা লুকিয়ে এনেছিলেন বলে জানান এপিবিএনের অপারেশন অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।

আটক যাত্রী শামসুল হুদার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার সাত্নাই কলোনিতে। তার বাবার নাম রফিকুল ইসলাম।

পুলিশ সুপার আলমগীর হোসেন মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে শামসুল হুদাকে আটক করা হয়। ওই যাত্রী বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে (বিজি ০৪৩৬) কক্সবাজার থেকে ঢাকায় আসেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে থামানো হয়। পরে তার পাকস্থলি এক্স-রে করে সাড়ে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুপার আলমগীর হোসেন জানান।

সারাবাংলা/এসজে/একে

ইয়াবা বাংলাদেশ বিমান শাহজালাল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর