Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুইজন টারজান গ্রুপের সদস্য


২৮ মার্চ ২০১৯ ১৫:৫৫

ঢাকা: রাজধানীর আফতাব নগরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে নিহত দুইজন সন্ত্রাসী গ্রুপ টারজানের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. সাহজাহান সাজু সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন টারজান বাহিনীর শীর্ষ সন্ত্রাসী টারজান মনির ও তার সহযোগী শাহ আলী।

তিনি বলেন, গত ১৮ মার্চ রাত ৯টার দিকে মেরুল বাড্ডায় জুলহাস হোসেন মোল্লা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে টারজান বাহিনীর সন্ত্রাসীরা। মামলার তদন্ত করতে গিয়ে সাজু নামের একজনকে গতকাল সন্ধ্যায় রূপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আফতাবনগরে অভিযানে যায় ডিবি পুলিশ। সেখানে গেলে একটি গাড়ি দেখা যায়, গাড়ির কাছে যাওয়ার আগেই পুলিশ টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে করতে এগুতে থাকে। এক পর্যায়ে পুলিশও গুলি ছোড়ে।

এসময় ঘটনাস্থল থেকে ড্রাইভার মনির ও সারোয়ার নামে দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। আর গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পরে সাজুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গত ১৮ মার্চ রাতে জুলহাস মোল্লার ওপর যে গুলি চালিয়েছিল তার নাম শাহ আলী। এমনকি গ্রেফতার হওয়া দুজন ও নিহত দুজনের পরিচয়ও নিশ্চিত করেন অতিরিক্ত উপকমিশনার সাহজাহান সাজু।

এডিসি জানান, ঘটনাস্থল থেকে বেশকয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আর মোট তিনজন গ্রেফতার হয়েছেন জুলহাস হত্যা মামলায়। নিহত দুইজনের মরদেহ ঢামেক মর্গে রয়েছে।

বিজ্ঞাপন

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা ব্যবসার টাকার কমিশন না পেয়ে টারজান বাহিনীর সন্ত্রাসীরা জুলহাস মোল্লাকে গুলি করে হত্যা করে।

জুলহাসের স্ত্রী জিমি আক্তার পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, টারজান মনির ও তার সহযোগীরা মিলে জুলহাসকে গুলি করে হত্যা করেছে। টারজান মনিরের নাম উল্লেখ করে তিনি মামলাও করেছিলেন।

সারাবাংলা/ইউজে/একে

জুলহাস হত্যাকাণ্ড ডিবি পুলিশ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর