Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে তালাবদ্ধ ঘর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার


২৩ জানুয়ারি ২০১৯ ০৪:০৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০৫:০৮

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসা থেকে ইসমাইল ফরাজী (৫৬) নামের এক ভ্যান চালককের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচার ১ নম্বর গেটের ১/১/বি নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ইসমাইলের লাশ উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, ইসমাইলকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া তার মাথায় ভারি আঘাতের চিহ্ন ও চোখে জখম রয়েছে। তাছাড়া মনে হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ খাটের নিচে রেখে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। তবে পুলিশ খুনিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, নিহত ইসমাইল গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। তার স্ত্রী আক্তারা বেগম গত সপ্তাহে গাজীপুরের কালীগঞ্জে গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। নাজিম নামে এক ছেলে থাকত বাসায়। কিন্তু এদিন সে রাত সোয়া ৮ টার দিকে বাসায় ফিরে দেখেন দরজায় তালা ঝুলছে। বাবাকেও খুঁজে পাচ্ছেন না। পরে তিনি দরজা খুলে ভেতরে ঢুকে বেডরুমের খাটের নিচে তার বাবার লাশ পড়ে থাকতে দেখেন পান বলে জানান এ কর্মকর্তা।

তবে সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এসএইচ

হত্যা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর