Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবের প্রতিযোগিতা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২১ ১৮:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবের উদ্যোগে রানার ফ্রেন্ডশিপ শুটিং কম্পিটিশন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে নগরীর দামপাড়ায় নগর পুলিশ লাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এগুলো হচ্ছে- ক্লাব শুটার এবং আলাদাভাবে পুরুষ ও নারী পুলিশ কর্মকর্তা। আয়োজন সহযোগিতা দেয় রানার অটোমোবাইল লিমিটেড।

প্রতিযোগিতায় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ‘বাইশ রাইফেল হ্যাঙ্গিং পটেটো’ ক্যাটাগরিতে ফিফটি-ফিফটি পেয়ে প্রথম স্থান অর্জন করেন।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, এস এম মোস্তাক আহমেদ খান ও শ্যামল কুমার নাথ, উপ কমিশনার মো. আমির জাফর, বিজয় বসাক ছিলেন।

১৯৮৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯০ সালে এই ক্লাবের শুটার আতিকুর রহমান কমনওয়েলথ গেমস শুটিং প্রতিযোগিতায় প্রথম স্বর্ণপদক অর্জন করেন। পরবর্তীতে ক্লাবের শ্যূটার সাবরিনা সূলতানাও স্বর্ণপদক লাভ করেন।

সারাবাংলা/আরডি/এমআই

শুটিং

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর