চট্টগ্রামে বিআইটিআইডিতে করোনা পরীক্ষা সাময়িক বন্ধ
২৯ মে ২০২০ ০০:১২ | আপডেট: ২৯ মে ২০২০ ১১:৪৭
চট্টগ্রাম ব্যুরো: ল্যাবের ইনচার্জ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফকশাস ডিজিজেজ- বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা সাময়িক বন্ধ রাখা হয়েছে। ওই ল্যাবে কর্মরত সবাইকে কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (২৬ মে) বিআইটিআইডির নমুনা পরীক্ষাগারের ইনচার্জ অধ্যাপক ডা. শাকিল আহমেদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একইসঙ্গে ল্যাবের একজন টেকনোলজিস্টও আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সারাবাংলাকে জানিয়েছেন, দু’জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের পর দিন (২৭ মে) থেকে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা বন্ধ আছে। দু’জনের সংস্পর্শে থাকা ল্যাবের সকল কর্মীকে কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার থেকে ল্যাব জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে।
১ জুন থেকে বিআইটিআইডিতে আবারও নমুনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডির ল্যাবে গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে নমুনা পরীক্ষা শুরু হয়। আর শুরু থেকেই এর দায়িত্বে ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান শাকিল আহমেদ।
বিআইটিআইডি ছাড়াও চট্টগ্রামে আরও দু’টি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষা করা হচ্ছে। এগুলো হলো – চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) ও চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাব।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জীববিজ্ঞান অনুষদের ল্যাবেও নমুনা পরীক্ষার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।