চবিতে ঝুপড়িতে বসা নিয়ে শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর
২১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়িতে বসাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়িতে এই ঘটনা ঘটে। মারধরে একজনের মাথা ফেটে গেছে বলে জানা গেছে।
মারধরের শিকার হয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র নেহের লাল সরকার বিবেকসহ অরেকজনের নাম জানা যায়নি। এদের মধ্যে বিবেককে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে মারধরকারীরা শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয় ও সাবেক অর্থ সম্পাদক জাহেদ আওয়ালের অনুসারী।
প্রত্যক্ষদর্শী জানান, আগে থেকে বিবেক, তার বোন ও বান্ধবী ঝুপড়িতে বসে ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের বগিবিত্তিক বিজয় গ্রুপের এক কর্মী তার গার্লফ্রেন্ডসহ ওই বেঞ্চে বসতে গিয়ে সেখানে পানি দেখতে পায়। এটা নিয়ে বিবেককে দোষারোপ করে। এই ঘটনার জের ধরে কয়েকজন নেতাকর্মী নিয়ে এসে বিবেককে মারধর করে। এসময় অজ্ঞাত আরেকজনও মারধরের শিকার হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক জাহেদ আওয়াল সারাবাংলাকে বলেন, ভুল বোঝাবুঝি থেকে জুনিয়ররা এটা করেছে। আমরা সমাধানের চেষ্টা করছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া বলেন, মারধরকারীদের চিহ্নিত করা হবে। উভয় পক্ষের বক্তব্য শুনে ব্যবস্থা নেবো।