Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন ধ্বংসের প্রতিবাদে চবিতে মানববন্ধন


৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিকী শোক র‍্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি ক্যাম্পাসে গাছ কাটারও প্রতিবাদ জানান তারা।

‘আমাজন-সুন্দরবন এবং আমাদের দায়বদ্ধতা’ স্লোগানে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ‘পরিবেশবীক্ষণ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধনটি শুরু হয়।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে একটি প্রতীকী শোক র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ করে।

মানবন্ধনে প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের ছাত্র গৌরচাঁদ ঠাকুর অপু বলেন, ‘মাটি, পানি ও বায়ু মানুষের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। কিন্তু সভ্যতার বিকাশ ও সামাজিক বিবর্তনের সঙ্গে মাটি ও পানি আমরা বিনামূল্যে পাই না। বন ধ্বংসের এমন কর্মকাণ্ড চলতে থাকলে অদূর ভবিষ্যতে হয়তো বায়ুও আমাদের কিনে নিতে হবে।’

তিনি বলেন, ‘আমাজন একটা রেইন ফরেস্ট। পৃথিবীর মোট কার্বন-ডাই অক্সাইড নির্গমনের পাঁচ শতাংশ গ্রহণ করে বনটি। এটি ধ্বংস হলে পৃথিবী হুমকির মুখে পড়বে। আবার রামপাল বিদ্যুৎ কেন্দের নামে সুন্দরবন ধ্বংসের পায়তারা চলছে। একইসঙ্গে সৌন্দর্য বর্ধনের কথা বলে রাতের আঁধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ উজাড় করছে প্রশাসনসহ নানা মহল। বৃক্ষ উজাড় বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি।’

লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী মাহবুবা জাহান রুমি বলেন, ‘বন ধ্বংসের নানামূখী পায়তারার কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। এটি বন্ধ না হলে আমাদেরকেই হুমকির সম্মুখীন হতে হবে।’

বিজ্ঞাপন

এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন, পালি বিভাগের মাস্টার্সের ছাত্র ইউ কে চিং মারমা, বাংলাদেশ স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবির হাসান তিতাস ও ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র হিমু।

চবি ধ্বংস বন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর