Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির দাবিতে মানববন্ধন


১১ জুন ২০১৯ ১৮:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মকর্তা, কর্মচারীদের পদোন্নতির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে তারা এই মানববন্ধনের আয়োজন করে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মচারীরা সরে যান।

মানববন্ধনে বক্তারা বলেন, কর্মকর্তা-কর্মচারীদের একাধিক দাবি দাওয়া আছে। কর্মকর্তা, কর্মচারীদের পদোন্নতি করা সুনির্দিষ্ট একটা দাবি। শিক্ষকদের পদোন্নতি হলেও কর্মচারীদের পদোন্নতি হচ্ছে না। দীর্ঘ দিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়ে আসছে। কিন্তু পদোন্নতির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। আমাদের একটাই মূল দাবি পদোন্নতি বাস্তবায়ন করা। আমরা চাই অতিদ্রুত আমাদের পদোন্নতি করা হোক।

মানববন্ধনে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আলম বাচ্চুসহ অনেকে।

সারাবাংলা/সিসি/এমআই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর