Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতকড়াসহ পালিয়েছে আসামি


৩ জুন ২০১৯ ২১:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি হাসপাতালে পুলিশ হেফাজত থেকে মাদক আইনে মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে।

সোমবার (৩ জুন) ‍দুপুর আড়াইটার দিকে নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লায় ‘চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে’ এ ঘটনা ঘটেছে।

পালিয়ে যাওয়া শহীদুল ইসলামের (২৮) বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে।

দোহাজারী থেকে রোববার সন্ধ্যায় শহীদুলকে ৩০৫ পিস ইয়াবাসহ চন্দনাইশ থানা ‍পুলিশ গ্রেফতার করেছিল বলে সারাবাংলাকে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব কুমার চক্রবর্তী।

ওসি কেশব বলেন, ‘নিয়মিত মামলায় সোমবার সকালে শহীদুলকে আদালতে পাঠানো হয়। জিআরও সেকশনে জমার পর তাকে কোর্ট হাজতে পাঠানো হয়। এসময় শহীদুল হাজতে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান, তাকে মারধর করায় সে অসুস্থবোধ করছে। তখন হাজতের পুলিশ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে হাসপাতালে গিয়ে চিকিৎসা সনদ নেওয়ার জন্য। থানার দায়িত্বরত দুই পুলিশ সদস্য শহীদুলকে জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই আসামি পালিয়ে যান।’

ওসি জানান, চন্দনাইশ থানার কনস্টেবল আলমগীর ও আবুল কালাম আসামি শহীদুলকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তাদের হেফাজতে ছিল শহীদুল। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন।

সারাবাংলা/আরডি/একে

আসামি হাতকড়া

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর