Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের ১৫ আসনে নৌকা, একটিতে লাঙ্গলের জয়


৩০ ডিসেম্বর ২০১৮ ২১:২৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৬:০৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৫টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী। একটিতে জয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে পৃথকভাবে ১৬ আসনের সব কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন দুই রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নান ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি দুই লাখ ৬৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুল আমিন পেয়েছেন তিন হাজার ৯৯১ ভোট।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী হয়েছেন মহাজোটের শরিক তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজিমুল্লাহ বাহার পেয়েছেন ৪৯ হাজার ৭৫৩ ভোট।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা এক লাখ ৬২ হাজার ৩৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তফা কামাল পাশা ধানের শীষে পেয়েছেন তিন হাজার ১২২ ভোট।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম দুই লাখ ৬৬ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আসলাম চৌধুরী পেয়েছেন ৩০ হাজার ১৪ ভোট।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (এরশাদ) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ লাঙল প্রতীকে দুই লাখ ৭৭ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত কল্যাণ পার্টির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মাহম্মদ ইবরাহীম ধানের শীষে পেয়েছেন ৪৪ হাজার ৩৮১ ভোট।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি পেয়েছেন দুই লাখ ৩০ হাজার ৪৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জসিম উদ্দিন সিকদার পেয়েছেন দুই হাজার ২৪৪ ভোট।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. হাছান মাহমুদ। দুই লাখ ১৭ হাজার ১৫৫ ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপির নুরুল আলম পেয়েছেন ছয় হাজার ৬৫ ভোট।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাসদের মঈনুদ্দিন খান বাদল। নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন দুই লাখ ৭২ হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু সুফিয়ান পেয়েছেন ৫৯ হাজার ১৩৫ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নওফেল দুই লাখ ২৩ হাজার ৬১৪ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ১৭ হাজার ৬৪২ ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ডা. মো. আফসারুল আমীন। তিনি পেয়েছেন দুই লাখ ৮৭ হাজার ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যওান আবদুল্লাহ আল নোমান পেয়েছেন ৪১ হাজার ৩৯০ ভোট।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ। তিনি পেয়েছেন দুই লাখ ৮৩ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ৫২ হাজার ৮৯৮ ভোট।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সামশুল হক চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ১৭৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এনামুল হক পেয়েছেন ৪৪ হাজার ৫৯৮ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিজয়ী নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি পেয়েছেন দুই লাখ ৪৩ হাজার ৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের এম এ মতিন পেয়েছেন তিন হাজার ৭৯৪ ভোট। এখানে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম তিন হাজার ১৫৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী। তিনি পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির নেতা অলি আহমেদ ছাতা প্রতীকে ২২ হাজার ২২৫ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তিনি পেয়েছেন দুই লাখ ৫৯ হাজার ৩৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী আ ন ম শামসুল ইসলাম পেয়েছেন ৫৩ হাজার ৯৮৬ ভোট।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এক লাখ ৭৫ হাজার ৩৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২৬ হাজার ৩৭০ ভোট।

সারাবাংলা/আরডি

আওয়ামী লীগ চট্টগ্রাম নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর