রাখের উপবাস— কার্তিকের ব্রতে বিপৎমুক্তির প্রার্থনা | ছবি
৯ নভেম্বর ২০২৪ ২০:৫১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ২৩:২২
দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালনের পাশাপাশি আশ্রমে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। সেই থেকে তার ভক্তরা প্রতি বছর কার্তিক মাসের শেষার্ধে প্রতি শনি ও মঙ্গলবার জড়ো হন বাবা লোকনাথের আশ্রমে, প্রদীপ জ্বেলে দিয়ে প্রার্থনা করেন বিপদ-আপদ ও রোগবালাই থেকে মুক্তির। সেই প্রার্থনাই পরিচিত ‘রাখের উপবাস’ বা ‘কার্তিক ব্রত’ নামে। কেউ কেউ ‘গোসাইর উপবাস’ বা ‘ঘৃত প্রদীপ প্রজ্বালন’ উৎসব বলেও ডাকেন।
রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে প্রতি বছর ঘটা করে পালন করা হয় রাখের উপবাস। কেবল ঢাকা-নারায়ণগঞ্জ নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকনাথ ভক্তরা এই উৎসবে যোগ দিতে ছুটে আসেন এই আশ্রমে। সেখান থেকেই ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
নারায়ণগঞ্জ বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম রাখের উপবাস লোকনাথ মন্দির