Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুল ভাসল মঙ্গলের বার্তা নিয়ে | ছবি


১২ এপ্রিল ২০২৪ ১৬:২৬ | আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৯:৩১

ফুল বিজুতে ভাসিয়ে দেওয়া ফুলে জানানো হলো বিশ্বশান্তি আকুতি।

বিদায়ের পথে বঙ্গাব্দ ১৪৩০। সবাই এখন ১৪৩১ বঙ্গাব্দ বরণের অপেক্ষায়। এরই অংশ হিসেবে পাহাড়ে শুরু হয়েছে ফুল বিজু। পুরনো বছরের দুঃখ-গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসবে নদীতে ফুল ভাসায় পাহাড়ি জনগোষ্ঠী। সেই সঙ্গে কামনা করা হয় জগতের সকল প্রাণির মঙ্গল।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে রাঙ্গামাটির রাজবন বিহার ঘাট, গর্জনতলী, কেরানি পাহাড়, আসামবস্তিসহ জেলার বিভিন্ন জায়গায় নানা বয়সী নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে কলা পাতায় ফুল সাজিয়ে ভাসিয়ে দেন কাপ্তাই হ্রদে। এরপর বিজু ও গজ্যাপজ্যা (নববর্ষ) পেরিয়ে জলকেলির মাধ্যমে সমাপ্ত হবে পুরনো বছরকে বিদায় জানিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা। শুক্রবার সকালে রাঙ্গামাটিতে ফুল বিজুর কিছু মুহূর্ত থাকছে ছবিতে—

বিজ্ঞাপন

চাকমা টপ নিউজ পাহাড়ে বর্ষবরণ ফুল বিজু বর্ষবরণ উৎসব বিজু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর