Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৩ ১৬:০২

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় নাজমুল হাসান (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ওই এলাকার মেহেদী হাসানের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে নাজমুল হাসান একটি মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় একই দিকে যাওয়া একটি ট্রাক ওভারটেক করতে যান নাজমুল। এ সময় ট্রাকের সঙ্গে মোটরসাইলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাজমুল গুরুতর আহত হয়।

এ সময় নাজমুলকে দ্রুত বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/জিএম/এনএস

গাইবান্ধা গোবিন্দগঞ্জ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর