ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
২ অক্টোবর ২০২২ ১৩:৫৪ | আপডেট: ২ অক্টোবর ২০২২ ১৫:২৬
গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (২ অক্টোবর) ভোর থেকে বজ্রপাতসহ বৃষ্টির কারণে সড়কে পানি জমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে গাড়ি। এ পরিস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
এ অবস্থায় অনেকে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। তবে কেউ কেউ অভিযোগ করেছেন, রাস্তায় পানি জমে কাঁদা হয়ে যাওয়ায় হেঁটে চলাচল করতেও কষ্ট হচ্ছে।
পোশাক শ্রমিক সামিয়া জানান, প্রতিদিন চার কিলোমিটার দূরে গিয়ে অফিস করেন তিনি। এই চার কিলোমিটার পথ যেতে তার সময় লাগে ১৫ মিনিট কিন্তু আজ তার সড়ক পার হতে সময় লেগেছে আড়াই ঘণ্টা। এরপরেও তিনি কর্মস্থলে যোগদান করতে পারেননি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজ থেকে জানানো হয়েছে, রাজধানীর এয়ারপোর্ট এলাকায় বৃষ্টির পানি জমে সড়কের একাংশে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে সড়কের দু’পাশে একলেন ব্যবহার করতে হচ্ছে। ফলে সৃষ্টি হয়েছে গাড়ির দীর্ঘ সারি। এয়ারপোর্ট সড়কে এক লেনে গাড়ি চলাচলের ফলে রাজধানীর এয়ারপোর্ট থেকে টঙ্গী হোসেন মার্কেট এলাকা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে গাজীপুরের টঙ্গী-চেরাগআলী এলাকায় সড়কের খানাখন্দগুলো তলিয়ে গেছে। দুর্ঘটনার আশঙ্কায় যানবাহনগুলোকে সাবধানে চলতে হচ্ছে।
যানজটে বসে ভোগান্তির স্বীকার ইমি নামের একজন শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ দুইঘণ্টা ধরে জ্যামে বসে আছি। এরইমধ্যে এক কোচিংয়ের সময় চলে গেছে। কী করব? কিছুই বুঝতে পারছি না। হেঁটে যাওয়ারও পরিস্থিতি নেই।’
অফিসের উদ্দেশে রওয়ানা হওয়া সেলিম রেজা সাইদুর বলেন, ‘প্রতিদিনের চেয়ে একঘণ্টা আগে অফিসের জন্য বের হয়েও আজ দেরি হয়ে গেল। হয়তো অফিসে ঢুকতেই দেবে না।’
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশন ট্রাফিক (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। ঢাকাতে গাড়ি না ঢুকতে পারলে গাজীপুরে যানজট কমানো সম্ভব হবে না। তবুও আমরা চেষ্টা করছি যেন যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও লাঘব করা যায়।’
সারাবাংলা/ইআ/এনএস