Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৭

বরগুনা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় বরগুনার জনজীবন স্থবির হয়ে পড়েছে। ১০ সেপ্টেম্বর থেকে টানা তিনদিন বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তিন দিনেও মেলেনি সূর্যের দেখা।  সেইসঙ্গে পূর্ণিমার প্রভাবে বিষখালী ও পায়রা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বরগুনার বাশবুনিয়া এলাকার নাঈম হোসেন বলেন, ‘সকালে বৃষ্টির কারণে অফিসে যেতে পারিনি। ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না।’

বিজ্ঞাপন

রিকশাচালক সোবহান বলেন, ‘বৃষ্টির কারণে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের বেশি ক্ষতি হচ্ছে। রাস্তায় বের হতে না পারায় এক প্রকার কর্মহীন হয়ে পড়েছি।’

ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আবহাওয়ার সতর্ক বার্তা পেয়েই জেলেদের জানানো হয়েছে। তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

কোস্ট গার্ডের স্টাফ অফিসার (অপারেশন) বিএন লে. মোহাম্মদ হাসান মেহেদী বলেন, ‘গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার  ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে গভীর সমুদ্রে বিচরণ না করতেও নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে, আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোসহ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সারাবাংলা/ইআ

বিপর্যস্ত জনজীবন বৈরী আবহাওয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর