বঙ্গবন্ধু সেতুর পিলারে ধাক্কা লেগে ফের ডুবল বাল্কহেড
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৬ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৬
সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে। এ সময় বাল্কহেডে থাকা পাঁচ শ্রমিক লাইফ জ্যাকেট পরে সাঁতরে তীরে উঠেছেন। একই সময় আরেকটি বাল্কহেড সেতুর ৯নম্বর পিলারে ধাক্কা খেয়ে সেখানেই আটকা পড়ে আছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডুবে যাওয়া বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে বালু নিয়ে নারায়ণগঞ্জ ও আটকে থাকা বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে বালু বোঝাই করে ফরিদপুর সিএনবি ঘাটের উদ্দেশে রওনা করেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ডুবে যাওয়া বাল্কহেডের শ্রমিক আক্তার হোসেন বলেন, ‘দুপুরে আমরা সিরাজগঞ্জ থেকে হাজি সাত্তারের বালু মহাল থেকে বালু ভর্তি করে বাল্কহেডটি নিয়ে নারায়ণগঞ্জের দিকে রওনা দিই। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় পিলারের সঙ্গে ধাক্কা লেগে আমাদের বাল্কহেডটি ডুবে যায়। আমরা পাঁচজন লাইফ জ্যাকেট পরে সাঁতরে বেলকুচির রান্ধুনীবাড়ি চরে এসে উঠি।’
বঙ্গবন্ধু রেল সেতুর প্রকৌশলী ফারুক হোসেন বলেন, ‘নদীর প্রবল স্রোতের কারণে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে এবং সেখানেই ডুবে যায়। তার কিছুক্ষণ পর ৯ নম্বর পিলারের সঙ্গে আরেকটি বালু বোঝাই বাল্কহেড জোরে ধাক্কা লেগে আটকে যায়।’
তিনি আরও বলেন, ‘দুই দিন আগে একই স্থানে বালু বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। তাকে এখনো উদ্ধার করা হয়নি বলে জানতে পেরেছি।’
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ‘সকালে সেতু মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন বঙ্গবন্ধু সেতু পরিদর্শনে এসেছেন। তিনি সব কিছু দেখছেন। ডুবে যাওয়া বাল্কহেড সম্পর্কে জানিনা তবে একটি বালু বোঝাই বাল্কহেড আটকে আছে বলে জানতে পেরেছি।’
সারাবাংলা/ইআ