Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ২১:১৯

ঘোড়শাল এলাকার একটি জলাবদ্ধ জমিতে পড়ে ছিল আলীমের লাশ

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুরে জলাবদ্ধ জমি থেকে আলীম সরদার (৪৫) নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলতলী ইউনিয়নের ঘোড়শাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলীম সরদার, উপজেলার জালালপুর ইউনিয়নের মো. হক সরদারের ছেলে। আলীমের পরিবার ঘোড়শাল গ্রামে মামা শাহজাহান আলীর বাড়িতে থাকতেন।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল কুমার বলেন, ‘সকাল ৮টায় বাড়ি থেকে বের হন আলীম। পরে দুপুরের দিকে স্থানীয় লোকজন ঘোড়শাল এলাকার একটি জলাবদ্ধ জমিতে আলীমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

সারাবাংলা/এনইউ

কর্মী গার্মেন্টস লাশ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর