Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন


১২ ডিসেম্বর ২০২০ ১২:৫৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৩:৩৩

জয়পুরহাট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জয়পুরহাটের ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১টায় শহরের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধর্মের দোহাই দিয়ে ধর্মপ্রাণ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি না ছাড়ানোর আহ্বান জানান বক্তারা। সেই সাথে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেওয়া ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কথাও বলেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আহসান কবীর, সহ-সভাপতি মাহাবুব ইসলাম, পরিচালক আব্দুল হাকিম মণ্ডল, বেলায়েত হোসেন লেবু ও সদস্য আব্দুল আজিজ মোল্লাসহ সর্বস্তরের ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

 

জয়পুরহাট বঙ্গবন্ধু ভাস্কর্য মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর