Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে সাড়ে ৫ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন জন আটক


৩ জুন ২০২০ ১৫:৪৮

দিনাজপুর (হিলি): দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার পূর্ব চন্ডিপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি নিজে উপস্থিত থেকে উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালাই। এসময় ঘরের মেঝের নিচে বালুর ভিতর অভিনব কায়দায় পুঁতে রাখা সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাড়িতে থাকা শহিদুলের স্ত্রী জমিরন ও তার মা শরিফা বেগমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

তিনি জানান, আটককৃত শহিদুল ইসলাম (৩৮) উপজেলার পূর্ব চন্ডিপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

গাঁজা হিলি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর