Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বরফ কল বিস্ফোরণে শ্রমিক নিহত


২ জুন ২০২০ ২২:১২

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর সানকিপাড়া বাজারে একটি বরফ কল বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত ফারুক (৫০) নামে অপর এক শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শ্রমিক শাহ আলম (২৩) নগরীর কৃষ্টপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় ওই বরফ কলের মালিক বহিরুল ইসলামও আহত হয়েছেন।

কোতোয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নগরীর সানকিপাড়া বাজারে বহিরুলের বরফ কলে বিকেল ৫ টার দিকে আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো এই বরফ কলে মালিকসহ দুই শ্রমিক কাজ করছিলেন। বরফ কলটি থেকে সানকিপাড়া বাজারের মাছ ব্যবসায়ীরা প্রতিদিন বরফ নিয়ে থাকেন।

ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর