Sunday 26 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে করোনায় আ. লীগ নেতার মৃত্যু, স্ত্রীসহ ৩ জন আক্রান্ত


২ জুন ২০২০ ২১:৩২ | আপডেট: ২ জুন ২০২০ ২১:৩৫

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও চালকল মালিক সমিতির সদস্য রওশন আলী (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার স্ত্রী, ছেলে ও পুত্র বধুসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন ) বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন নিশ্চিত করে বলেন, তার কোভিড-১৯ ধরা পড়ার পর শ্বাস কষ্ট দেখা দেয়। স্থানীয় হাসপাতালে ভর্তি না করে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। গতকাল ১ জুন প্রাপ্ত ফলাফল অনুযায়ী তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়।

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর