Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা উপসর্গ নিয়ে রাঙ্গামাটির এলজিইডি প্রকৌশলীর মৃত্যু


১ জুন ২০২০ ২০:৫২ | আপডেট: ১ জুন ২০২০ ২১:৩৯

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আনোয়ারুল ইসলাম করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুরের রিজেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানিয়েছেন, বিলাইছড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোয়ারুল ইসলাম কয়েক মাস আগে যোগদান করেন। করোনার প্রাদুর্ভাবে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে তিনি বিলাইছড়ির বাইরে কোথাও যাননি। দিনের বেলায় অফিস শেষে ডরমিটরিতেই থাকতেন। গত ১৫ দিন ধরে তিনি কাশিতে ভুগছিলেন। এজন্য ডাক্তারের পরামর্শে ওষুধ নিয়েছেন, তবে কাশি ভালো হয়নি। মারা যাওয়ার দুই দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন তিনি।

বিজ্ঞাপন

ইউএনও জানান, রোববার সকালে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে রাঙ্গামাটিতে রেফার করেন। পরে অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। রোববার সারারাত চেষ্টা করেও সেখানে কোনো আইসিইউ না পাওয়ায় ভোরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়া হয়। পরে সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান।

প্রকৌশলী আনোয়ারুল ইসলামের ছোট ভাই ও এলজিইডির কনসালটেন্ট মো. আলাউদ্দিন জানান, সোমবার সকাল দশটার দিকে মিরপুরের রিজেন্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

করোনাভাইরাস রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর