রাঙ্গামাটিতে বুনো হাতির আক্রমণে একজনের প্রাণহানি
১৮ মে ২০২০ ০০:৩৩
রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে উনু মারমা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) সকালে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকায় এ ঘটনা থেকে।
মৃত উনু মারমা রাইখালী ডংনালা মারমা পাড়ার মংথোয়াই মারমার স্ত্রী। রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মংনুচিং মারমা জানান, মৃত নারী রোববার সকাল সাতটায় ডংনালা হাতি মারা এলাকার উপরের পাহাড়ে কাঠ কাটতে গেলে বুনো হাতি তাকে আক্রমণ করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে (মিশন হাসপাতাল) নিয়ে আসেন। সেখানে সকাল ১১টায় তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, মৃত নারীর শরীরে হাতির আঘাতের গুরুতর জখম ছিল। ২নং রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, ওই এলাকায় বিভিন্ন সময়ে বুনো হাতির আক্রমণে জানমালের ক্ষতি হচ্ছে।