Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’


১৭ মে ২০২০ ২১:৪৬

বান্দরবান: করোনাভাইরাস মহামারীতে বান্দরবানে অসহায়, দুঃস্থ ও কর্মহীন হ‌য়ে পড়া নিম্ন আ‌য়ের মানুষকে বিনামূল্যে খাবার পৌঁছে দি‌তে মানবিক উদ্যোগ হি‌সে‌বে ‘এক মিনিটের বাজার’ নামে এক ব্যতিক্রমী বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী। নামে বাজার হলেও এটি সেনাবাহিনীর এক‌টি জনসেবামূলক উদ্যোগ।

রোববার (১৭ মে) সকালে বান্দরবান স্টেডিয়ামে করোনার প্রাদুর্ভা‌বে মানু‌ষের সেবা প্রদানের জন্য ২৪ পদাতিক ডিভিশনের জিও‌সি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনা‌রেল এস এম ম‌তিউর রহমান ওএস‌পি, এএফডব্লিউসি, পিএস‌সি এর নি‌র্দে‌শে বান্দরবা‌নের সেনা রি‌জিয়ন এর ব্রি‌গেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল খন্দকার মো. শাহিদুল এমরান এ,এফ,ডব্লিউ,সি,পিএসসি, এ বাজা‌রের উদ্বোধন ক‌রেন।

বিজ্ঞাপন

এসময় বান্দরবান জোন কমান্ডার লে: কর্নেল আখতার উস সামাদ রাফি (বিএসপি,পিএসসি), জি-২ (আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন পিএসসিসহ সেনাবা‌হিনী কর্মকর্তরা উপ‌স্থিত ছি‌লেন।

এ বাজার থে‌কে তা‌লিকা অনুযায়ী ‌টো‌কেন এর মাধ্যমে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ১ মি‌নি‌টের ম‌ধ্যে চাল, আলু, ঢেড়শ, বরবটি, ম‌রিচ ও চালসহ ৮ জা‌তের পণ্য দেওয়া হয় বিনামূ‌ল্যে। সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে এসব ত্রাণ সামগ্রী বিতরণ ক‌রে সেনাবা‌হিনী। বাজা‌রের প্রবেশ মু‌খে থাকে জীবানুনাশক বুথ এবং হাত ধোয়ারসামগ্রী।

বাজারে আসা ব্যাক্তিরা জানান, করোনার প্রাদুর্ভা‌বের কারণে কোন কাজ কর‌তে পার‌ছেন না তারা। ঘ‌রে যা খাদ্যসামগ্রী ছিল তাও শেষ। ঠিক এ মূহু‌র্তে এক‌ মি‌নি‌টের বাজারের মাধ্যমে সেনাবা‌হিনী তা‌দের প্রতি সহযোগিতার হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান বলেন, এর ফ‌লে গ্রা‌মে লকডাউ‌নে থাকা যেসব প্রা‌ন্তিক কৃষক যারা তা‌দের উৎপা‌দিত সব‌জি বি‌ক্রি কর‌তে পার‌ছেন না, তারা সেনাবা‌হিনীর কা‌ছে ন্যায্যমূ‌ল্যে সব‌জি বি‌ক্রি ক‌রে লাভবান হ‌চ্ছেন। ‌তি‌নি ব‌লেন, নিম্ন আ‌য়ের মানুষ যারা বাজার কর‌তে পার‌ছেন না তারা এখান থে‌কে বিনামূ‌ল্যে বাজার করতে পে‌রে উপকৃত হ‌চ্ছেন। এছাড়া এ বাজা‌রের মাধ্যমে সামা‌জিক দূরত্ব বজায় রাখাও সম্ভব হ‌চ্ছে ব‌লে জানান তি‌নি।

এর আ‌গে প্রা‌ন্তিক চাষী‌দের কা‌ছে গি‌য়ে জ‌মি থে‌কে ন্যায্যমূ‌ল্যে এসব পন্যসামগ্রী ক্রয় ক‌রে সেনাবিা‌হিনী। প‌রে সেগু‌লো এক মি‌নি‌টের বাজার এর মাধ্যমে বিতরন করা হয়।

এক মিনিটের বাজার বান্দরবান সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর