Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ৪ খুনের মামলায় পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা


১৭ মে ২০২০ ১৬:১৭

ঢাকা: গাজীপুরের শ্রীপুরে মা’সহ তিন সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্থের পরিবারকে বিনামূল্যে সার্বিক আইনি সহায়তার ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রোববার (১৭ মে) এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুন নুর দুলাল।

আইনজীবী আব্দুন নুর দুলাল বলেন, একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনাটি মানুষের মনের তীব্র ঘৃণা সৃষ্টি করেছে। এ ধরনের অপরাধ যেন সমাজে আর না ঘটতে পারে, তাই আমরা এ হত্যাকাণ্ডের সঠিক বিচার আশা করছি। সে লক্ষ্য নিয়েই আমরা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করবো।

তিনি আরও বলেন, আমরা মামলাটির বিষয়ে যোগাযোগ রেখে চলেছি। মামলাটির তদন্ত পর্যবেক্ষণ করছি। আশা করছি মামলার প্রতিটি শুনানির দিন সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীরা ক্ষতিগ্রস্থ পরিবারটির পক্ষে শুনানিতে অংশগ্রহণ করতে সেখানকার (গাজীপুর) আদালতে যাবেন। সেখানে গিয়ে তারা মামলার শুনানি করবেন। কেন না, এটি বেশ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা।

ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারবারটিকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান আইনজীবী আব্দুন নুর দুলাল।

গত ২৩ এপ্রিল গাজীপুরের সন্ধ্যায় শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ রোড (আবদার) এলাকার মালয়েশিয়া প্রবাসী রেজোয়ান হোসেন কাজলের দোতলা বাড়ির একটি কক্ষ থেকে তার দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে একজনের মরদেহ খাটের ওপর এবং বাকিদের মেঝেতে পড়েছিল। এসময় ঘর থেকে ছোরা ও একটি বটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে নিহত গৃহবধূ স্মৃতি ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

এরপর পুলিশ ও র‌্যাবের অভিযানে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে রয়েছে- কাজিম উদ্দিন (৫০), কাজিমের ছেয়ে পারভেজ (১৭), হানিফ (৩২), বশির (২৬), হেলাল (৩০) ও এলাহি মিয়া (৩৫)।

আইনি বিচার সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর