Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবীতে বরিশালে বিক্ষোভ


১৪ মে ২০২০ ০০:৩০

বরিশাল: সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ১ বছরের বেতন মওকুফসহ তিন দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্যে জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, মহামারী করোনার সময় সারা দেশের শিক্ষার্থীরা লকডাউনের কারণে আটকে পড়ায় বাড়ি ফিরতে পারেননি। এসব শিক্ষার্থীরা টিউশনি করতে পারছেন না অথচ মেস ভাড়া দিতে হচ্ছে। এই মেস ভাড়া মওকুফের জন্য সরকারের বরাদ্দ দিতে হবে। একইসঙ্গে চলতি বছরের শিক্ষার্থীদের বেতন মওকুফ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষার্থীদের উপর বোঝা চাপানো যাবে না। পর্যাপ্ত ইন্টারনেট ব্যবস্থা ছাড়া বাংলাদেশে যে অনলাইন ক্লাস শুরু হচ্ছে তা বাতিল করারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বগুড়া জেলা শাখা